বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘুষের টাকা ফেরত চাওয়ায় পেটালেন সেই প্রকৌশলী

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ১৪ আগস্ট, ২০২৩ ১৯:২৮

গত ১১ আগস্ট পিডিবি’র প্রকৌশলী শামীমের পাহাড়সম সম্পদ নামে তার বিরুদ্ধে নিউজবাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শুধু নিউজবাংলা নয়, বেশ কিছুদিন ধরেই প্রকৌশলী শামীমের দুর্নীতি নিয়ে নিউজবাংলাসহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে আসছে।

মৌলভীবাজার জেলার জুড়ীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের বিরুদ্ধে এবার এক ইলেকট্রিশিয়ানকে পেটানোর অভিযোগ উঠেছে।

রোববার রাতে পিডিবির জুড়ী অফিসে এ ঘটনা ঘটে।

আহত ইলেকট্রিশিয়ান রবিউল আলম বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের কাশেম নগর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ইলেকট্রিশিয়ান রবিউল আলমের দাবি, গত ১৫-২০ বছর ধরে জুড়ী এলাকায় ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন তিনি। বিভিন্ন সময় গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগের জন্য তিনি পিডিবি অফিসে ২২টি ফাইল জমা দেন। প্রতি ফাইলে স্বাক্ষর বাবদ প্রকৌশলী শামীমকে তিনি দুই হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা ঘুষ দেন‌।

সম্প্রতি এ প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতি নিয়ে নিউজবাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পিডিবি অফিসে তার বদলির বিষয়ে গুঞ্জন ওঠে। খবর শুনে তিনি প্রকৌশলী শামীমের কাছে ২২টি ফাইল অনুমোদন জন্য দেয়া ঘুষের ৪৪ হাজার টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে রবিউল আলমকে অফিসে সকল স্টাফদের উপস্থিতিতে দরজা বন্ধ করে পেটান প্রকৌশলী শামীম। পরে আহত ইলেকট্রিশিয়ান রবিউল আলম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যান।

রবিউলের অভিযোগ, ‘ঘুষের ৪৪ হাজার টাকা ফেরত চাওয়ায় অফিসের সকলের সামনে আমাকে বেধড়ক পিটিয়েছেন শামীম স্যার। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

জুড়ী পিডিবি অফিসে কর্মরত জ্যুতিময় বলেন, ‘শামীম স্যারের সঙ্গে রবিউলের ভুল বুঝাবুঝির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে পিডিবির উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

গত ১১ আগষ্ট পিডিবি’র প্রকৌশলী শামীমের পাহাড়সম সম্পদ নামে তার বিরুদ্ধে নিউজবাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শুধু নিউজবাংলা নয়, বেশ কিছুদিন ধরেই প্রকৌশলী শামীমের দুর্নীতি নিয়ে নিউজবাংলাসহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে আসছে। এর মাঝেই তিনি আবার অফিসের মধ্যে ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে বিতর্ক সৃষ্টি করলেন।

এ বিভাগের আরো খবর