বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনএমের নোঙর প্রতীক নিয়ে আপত্তি জাতীয় পার্টির

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ আগস্ট, ২০২৩ ১৩:৪২

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে নোঙর প্রতীক দেয়া হয়েছে, তাতে আমাদের আপত্তি আছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীক নিয়ে আপত্তি তুলছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)৷

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এ আপত্তি জানান।

জাতীয় পার্টির দাবি, নোঙর ও লাঙ্গল উচ্চারণে অন্তমিল রয়েছে। পাশাপাশি দুটি প্রতীকের সাদৃশ্য আছে। ফলে নতুন নিবন্ধিত দল বিএনএমের নোঙর প্রতীকের পরিবর্তনের দাবি জানায় জাপা।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত একটি চিঠি সিইসি বরাবর লেখা হয়।

মুজিবুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন থেকে কয়েকটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। যেসব দল নিবন্ধন লাভ করেছে ওই দলসমূহকে আমরা স্বাগত জানাই। কিন্তু নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) যে নোঙর প্রতীক দেয়া হয়েছে, তাতে আমাদের আপত্তি আছে।

‘কারণ নোঙর ও লাঙ্গল উচ্চারণের মধ্যে কিছুটা অন্তমিল রয়েছে। এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্যও আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। কারণ সবার দৃষ্টি শক্তি সমান থাকে না।’

চিঠিতে আরও বলা হয়, ‘এক সময়ে একটি রাজনৈতিক দলকে জাহাজ প্রতীক বরাদ্দ করা হয়েছিল। ব্যালটে নৌকার ছবির সঙ্গে জাহাজের ছবির কিছুটা সাদৃশ্য দেখা যাওয়ার আপত্তি উত্থাপিত হলে ওই প্রতীকটি বাদ দেয়া হয়।’

নতুন নিবন্ধিত বিএনএমকে বরাদ্দকৃত প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করার দাবি জানিয়ে জাপা জানায়, নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে নোঙর প্রতীক বাদ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

সম্প্রতি নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে (বিএনএম) নিবন্ধন চূড়ান্ত করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। বিএনএমের দলীয় প্রতীক নোঙর ও বিএসপির প্রতীক একতারা।

এ বিভাগের আরো খবর