মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ।
উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামে শুক্রবার সন্ধ্যা থেকে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
পুলিশ জানায়, শনিবার বেলা প্রায় ১১টা পর্যন্ত চলা অভিযানে কয়েকজনকে আটক করা হয়।
কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ‘ওই বাড়িতে থাকা লোকজন অন্য জেলার বাসিন্দা। তারা এখানে এসে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে থাকছেন। জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা থেকে ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মনজুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।