দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল চারটার দিকে দিনাজপুর শহরের টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দম্পতি হলেন- পার্বতীপুর উপজেলা চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার ৬৮ বছর বয়সী মঙ্গল মুর্মু ও তার ৫০ বছর বয়সী স্ত্রী মালতি হাসদা।
আহতরা হলেন- ইজিবাইকচালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে ৩৭ বছর বয়সী মহসিন আলী ও নিহত দম্পতির নাতি উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার ১৮ বছর বয়সী বিপ্লব হাসদা।
স্থানীয়রা জানায়, নাতি বিপ্লব হাসদার বাড়িতে থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে ইজবাইকের চালকসহ চারজন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ঘাতক বাস আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।