সেন্টমার্টিন জেটিঘাট থেকে আনুমানিক চার কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া এলাকা থেকে শুক্রবার সকাল আটটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে সমুদ্র সৈকত থেকে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সেন্টমার্টিন জেটিঘাট থেকে আনুমানিক চার কিলোমিটার দক্ষিণে হুলবুনিয়া এলাকা থেকে শুক্রবার সকাল আটটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারী ও পুরুষের নাম কিংবা পরিচয় জানা যায়নি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জোয়ারের পানিতে হুলবুনিয়া এলাকার সৈকতে সকাল সাতটার দিকে ভেসে আসে দুজনের অর্ধগলিত লাশ। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ দুটি উদ্ধার করেন।