গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। ওই সময় ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার মেহেদী হাসান জয়, একই থানার আমতলী টেরানির টেক এলাকার রনি, নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল গ্রামের রবিউল হাসান, টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া এলাকার স্বাধীন, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম জাকির, মাসুদ, টঙ্গী পূর্ব থানার নতুন বাজার এলাকার নাসির, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বাজার এলাকার নয়ন হাসান ও টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির আশিক।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, আটকের সময় তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, দুইটি সুইস গিয়ার চাকু, ছিনতাই হওয়া আটটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে টিটিইসহ কয়েকজন যাত্রী আহত হন।’
তিনি আরও জানান, ওই সময় ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
এ ঘটনায় কয়েকজন আহত হন, তবে আহত যাত্রীদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘আটকদের ঢাকার কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’
ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। সে সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছুড়তে থাকে দুর্বৃত্তরা।
আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতর আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি করছেন। ওই সময় বাইরে থেকে পাথর নিক্ষেপের শব্দ শোনা যায়। যাত্রী ও শিশুদের কান্না করতে দেখা যায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, একজন যাত্রী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ পাঠানো হয়।