মানিকগঞ্জে জরায়ু অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলার কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমকে প্রধান করে বুধবার দুপুরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন
মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী খান।
কমিটির বাকি সদস্যরা হলেন মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট রুমা আক্তার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আল আমিন।
সিভিল সার্জন মোয়াজ্জেম আলী চৌধুরী খান জানান, সাংবাদিক ও সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রেক্ষাপট
গত ২ জুলাই মানিকগঞ্জ শহরের বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জেলার শিবালয় উপজেলার রেহানা আক্তার নামের এক নারীর জরায়ু অস্ত্রোপচার করেন চিকিৎসক এমদাদুল ইমন। অস্ত্রোপচারের পর নাড়িভুঁড়ির সঙ্গে গজ কাপড়ও রেখে সেলাই করেন তিনি। এতে ধীরে ধীরে ওই নারী অসুস্থ পড়েন।
চেকআপের পর পেটে গজ ধরা পড়লে ফের ওই নারীর অস্ত্রোপচার করা হয়। এরপরও অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।