সাড়ে ৯ ঘণ্টা পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারী ট্রেনটি রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসে পৌঁছায়। মালামাল নামিয়ে ৮টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে বগি দুটি উদ্ধার করা হয়।
এর ফলে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা দুইটার দিকে সরারচর স্টেশনে ঢাকাগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি দেয়। ওই সময় কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি স্টেশনে প্রবেশর আগে পয়েন্ট পরিবর্তনের সময় বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এক কর্মকর্তা জানান, সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার আগে থেকেই সিগন্যাল দিয়ে রেখেছিলেন। তার ভুল সিগন্যালের কারণেই দুর্ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা দুইটার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন যাত্রা করে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছে।
তিনি জানান, মালামাল নামিয়ে রাত ৮টার দিকে উদ্ধারকাজ শুরু করে। পরে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ট্রেনের বগি দুটি উদ্ধার করা হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।