জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার পর তলা ফেটে ডুবতে থাকা একটি ফিশিং ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রোববার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯-এ শনিবার দুপুরে জেলে জাকির হোসেন ফোন দিয়ে বলেন- আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার বোটটি ডুবে যাচ্ছে, আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, আমাদের উদ্ধারের ব্যবস্থা নেন দয়া করে।’
তিনি বলেন, ‘কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জুয়েল সেন। তাৎক্ষণিকভাবে তিনি কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থার জন্য বলেন। পরবর্তীতে ৯৯৯-এর ডেসপাচার এস আই নাসির উদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
তিনি আরও আনোয়ার বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি উদ্দারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ডুবন্ত ফিশিং ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়। ফিশিং ট্রলারটি শুক্রবার চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দিয়েছিল।’