রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরেক যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়েছে।
মিরপুর-এক নম্বর বাসস্ট্যান্ডে রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৭ বছর বয়সী জিসানের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামে। তিনি মিরপুর শেওড়াপাড়া এলাকায় থাকতেন।
জিসানের সহকর্মী আমজাদ হোসেন বলেন, ‘মিরপুর-এক নম্বর বাসস্ট্যান্ডে সকালে পরিস্থান পরিবহনের বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের একটি বাস জিসানকে ধাক্কা দেয়। এতে জিসান গুরুতর আহত হয়। প্রথমে তাকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’
ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানাকে জানানো হয়েছে।’