চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন চারজন।
নিহত সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর চকপাড়া গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগে। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে অটোরিকশার চালক সেলিম রেজা ও যাত্রী ফিরোজা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।