জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার স্মারক ডাকটিকিট, খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।
ওই সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ।
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন তিনি।