বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানের দুলের লোভে শিশু হত্যা: আসামি কারাগারে

  • প্রতিনিধি, সিরাজগঞ্জ   
  • ৪ আগস্ট, ২০২৩ ২১:৩৭

মামলার বিবরণ থেকে জানা যায়, ৩১ জুলাই সকাল ১০টার দিকে নিহত শিশুটি তার নানির সঙ্গে বসে ছিল। এসময় আখ কিনে দিবে বলে তাকে বাইরে নিয়ে যান নজরুল ইসলাম। দেড় ঘণ্টা পর নজরুল শরীরের কাপড় ভেজা অবস্থায় বাড়িতে এসে ফাতেমার খোঁজ করার নাটক করতে থাকেন।

আখ কিনে দেয়ার কথা বলে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ বছর বয়সী এক শিশুকে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ২৫ বছর বয়সী নজরুল ইসলাম উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের বাসিন্দা।শুক্রবার দুপুরে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার ইসলামপুর ডায়া মোড় এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নিহত শিশুর স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।মামলার বিবরণ থেকে জানা যায়, ৩১ জুলাই সকাল ১০টার দিকে নিহত শিশুটি তার নানির সঙ্গে বসে ছিল। এসময় আখ কিনে দিবে বলে তাকে বাইরে নিয়ে যান নজরুল ইসলাম। দেড় ঘণ্টা পর নজরুল শরীরের কাপড় ভেজা অবস্থায় বাড়িতে এসে ফাতেমার খোঁজ করার নাটক করতে থাকেন। এসময় নজরুল বলেন যে, ফাতেমা তার সঙ্গে যায়নি। পরে পরিবারের সদস্যরা ফাতেমাকে খুঁজতে থাকে। শিশুকে খোঁজার জন্য মাইকিংও করা হয়।

বুধবার দুপুরে একই গ্রামের ডলি বেগম নিহত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায় মৃত শিশুর একটি পা আলাদা করে শিয়াল নিয়ে যাচ্ছে। পরে পুলিশে খবর দেয় শিশুটির পরিবার।

পুলিশ ওই দিন সন্ধ্যার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামের একটি ঘাসক্ষেতের মধ্য থেকে শিশুটির অর্ধগলিত ও ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।নিহতের মা বলেন, ‘মেয়েটি ছিল আমার তৃতীয় সন্তান, কিন্তু পরিবারের একমাত্র কন্যা সন্তান। তার বাবা ঢাকায় রিকশা চালান ও আমি মানুষের বাড়িতে কাজ করি। পরিবারের সবার আদরের ছিল ফাতেমা। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছি। আমার মেয়ের হত্যাকারীর দ্রুত বিচারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাই।’শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত নজরুল ঢাকায় রিকশা চালাতেন। ৪-৫ বছর আগে মামলার বাদীর বাড়ির পাশে জমি কিনে বসবাস করছিলেন তিনি।

‘১৫ দিন আগে ঢাকা থেকে তিনি বাড়ি আসেন। কিন্তু কোনো কাজ না থাকায় আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তখন শিশুটির কানের স্বর্ণের দুল দেখে তা নেয়ার দুরভিসন্ধি করেন তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী শিশুকে ঘাসক্ষেতে নিয়ে ভয় দেখিয়ে তার কানের দুল খুলে নেন তিনি। সেসময় শিশুটি চিৎকার করলে তিনি গলা টিপে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে বাসায় চলে আসেন।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যা মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর