দুদকের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বেলা আড়াইটায়, তবে নির্ধারিত সময়ে সেটি শুরু হয়নি। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।বৃষ্টির পানি জমে গেছে নয়াপল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, বৃষ্টির মধ্যেই একটার পর একটা মিছিল আসছে।এতে আরও বলা হয়, বৃষ্টির কারণে একটু দেরি হলেও জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।
কার্যালয়ের সামনে প্রস্তুত রাখা হয়েছে অস্থায়ী মঞ্চ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। সমাবেশে যৌথ ভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে বুধবার ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালত ১৩ এপ্রিল অভিযোগ গঠন করে। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জুবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ, তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত উৎস থেকে অর্জিত ৩৫ লাখ টাকার সম্পদ তাদের বৈধ উৎস থেকে অর্জিত প্রমাণে ভিত্তিহীন রেকর্ড ও বক্তব্য উপস্থাপনে তিনি সহযোগিতা করেছেন।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।