নেত্রকোনায় জমিসংক্রান্ত বিরোধের কারণে চার দেবরের হামলায় রানু আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার পাঁচ বছরের ছেলে আলিফ আহমেদকেও কুপিয়ে জখম করেন তার আপন চাচারা।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে পূর্বধলা উপজেলার হিরণপুর-কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী রানু আক্তার ওই গ্রামের খোকন মিয়ার স্ত্রী।
পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, হিরণপুর-কুমারকান্দা গ্রামের আবদুর রশিদের জমিজমা নিয়ে তার বড় ছেলে খোকন মিয়ার সঙ্গে তার অন্য ভাইদের বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে খোকন মিয়ার মা রাবেয়া আক্তারের সঙ্গে খোকনের স্ত্রী রানু আক্তারের কথা কাটাকাটি হয়।
এ সময় খোকনের ছোট ভাই সুজন মিয়া, রুবেল মিয়া, সুমন মিয়া ও ইমন মিয়া তাদের মায়ের পক্ষ নিয়ে রানুর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে চার ভাই একত্র হয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রানু আক্তারকে আহত করেন। এসময় রানুর পাঁচ বছরের ছেলে আলিফ আহমেদ কাছে এলে তাকেও জখম করেন তারা।
প্রচুর রক্তক্ষরণের কারণে রানু ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা তার ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, ‘সুজন মিয়া ও তার মা রাবেয়া আক্তারকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’