পবিত্র হজ পালন শেষে আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৩৫৮ জন হাজী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এটি এ বছর সৌদি আরব থেকে হজের শেষ ফিরতি ফ্লাইট।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরে হজফ্লাইট-২০২৩-এর সমাপনী অনুষ্ঠিত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এ অনুষ্ঠানে সবশেষ ফ্লাইটের হাজীদের দেশে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারমান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তারা হাজীদের প্রত্যেকের খোঁজখবর নেন। ফুল ও জমজম কূপের পানি দিয়ে শুভেচ্ছা জানান। হাজীদের কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চান প্রতিমন্ত্রী।
এসময় দিনাজপুরের হাজী তৈয়বা বেগম মন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, ‘আমার কোনো সমস্যা হয়নি। তবে বিমানবন্দরে নেমে আমার একটি লাগেজ খুঁজে পাইনি।’
এসময় উপস্থিত কর্মকর্তারা বিষয়টি নোট করতে বলেন সংশ্লিষ্টদের।
পরে হজের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আমি যখন মন্ত্রী ছিলাম না, তখন এখানে (বিমানবন্দরে) মিছিল-মিটিং হতো। অনেকে হজে যেতে পারতেন না, কান্না করতেন। আমি দায়িত্ব নেয়ার পর সেই অবস্থা বদলে গেছে। এখন হাজযাত্রীদের হয়রানি নেই। এমনকি তাদের লাগেজটাও টানতে হয় না। ইমিগ্রেশনের কাজও এখান থেকে সম্পন্ন করা হয়। এখন হাজীরা কোনো রকমের হয়রানি ছাড়া সরাসরি মক্কা-মদিনায় যেতে পারছেন।’
এ মহতী কাজে যারা জড়িত আছেন, বিশেষ করে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে এসময় ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
বিমানের কর্মকর্তারা জানান, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫ শ’ জনের বেশি হজ পালন করেছেন। এর মধ্যে অর্ধেক যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রী পরিবহন করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাই নাশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্যদ বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ আবদুল হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সিদ্দিকুর রহমান।
হজ সমাপনী অনুষ্ঠানে বক্তারা জানান, আগামী বছর আরও বেশি হজযাত্রী বহনের প্রস্তুতি নেয়া শুরু করেছেন। সেই মোতাবেক সংশ্লিষ্ট সব সংস্থার সাথে কাজের সমন্বয় করছেন তারা।