কক্সবাজারের টেকনাফে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া গ্রামে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩০ বছর বয়সী সালমান হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন
স্থানীয়রা জানান, মোবাইল ফোনে ‘ভিডিও ধারণ’কে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সালমানের চাচাতো ভাই আতিক বলেন, ‘রাতের খাবার খেয়ে পান খাওয়ার জন্য আমি ও সালমান হেলালের দোকানে যাই। ওই সময় হঠাৎ মদ্যপ অবস্থায় জাফর এসে সালমানকে গালিগালাজ করতে করতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, বুধবার রাতে হ্নীলা নাটমুড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে সালমান নামে এক যুবক নিহত হয়েছেন। হামলাকারীকে আটক করার জন্য পুলিশ কাজ করছে।