বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে মোটরসাইকেলআরোহীকে চাপা দিয়ে পুকুরে বাস

  • প্রতিবেদক, বরিশাল   
  • ২ আগস্ট, ২০২৩ ২১:০৮

নিহতের চাচাচো ভাই সাংবাদিক খোকন আহম্মেদ হীরা বলেন, ‘কর্মক্ষেত্র থেকে মোটরসাইকেলযোগে গেরাকুলে বাড়ির উদ্দেশে রওনা দেয় শুভ। আশোকাঠি ব্রিজের ঢালে পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী এনা পরিবহনের বাস আরেকটি বাসকে পাশ ওভোরটেক করতে গিয়ে মোটরসাইকেলআরোহী শুভকে চাপা দি‌য়ে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।’

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলআরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস গিয়ে পড়েছে পুকুরে।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি গোলাম রসুল জানিয়েছেন।

বাসচাপায় মোটরসাইকেলচালক গৌরনদী পৌরসভার কম্পিউটার অপারেটর মো. শুভ মিয়া নিহত হয়েছেন। ৪০ বছর বয়সী শুভ উপজেলার গেরাকুল এলাকার গোলাম মোর্শেদ পান্নার ছেলে।

নিহতের চাচাচো ভাই সাংবাদিক খোকন আহম্মেদ হীরা বলেন, ‘কর্মক্ষেত্র থেকে মোটরসাইকেলযোগে গেরাকুলে বাড়ির উদ্দেশে রওনা দেয় শুভ। আশোকাঠি ব্রিজের ঢালে পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী এনা পরিবহনের বাস আরেকটি বাসকে পাশ ওভোরটেক করতে গিয়ে মোটরসাইকেলআরোহী শুভকে চাপা দি‌য়ে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।’

নিহত শুভ এক কন্যার জনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে থাকা গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল বলেন, ‘দুর্ঘটনায় এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বাসের বেশ কিছু যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চালকসহ বাসের সংশ্লিষ্টরা পালিয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর