বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইয়া রহমানকে কারাদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।
বিএনপির বিক্ষোভ মিছিলের সময় নাইটিঙ্গেল মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে পুলিশ মিছিলে কোনো বাধা দেয়নি।
মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে নয়াপল্টনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবদুস সালাম। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন।
বুলু বলেন, ‘তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে যে রায় হয়েছে, এটি ফরমায়েশি রায়। এই রায় সাধারণ মানুষ মেনে নেবে না।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলার মাটিতে আপনার বিচার করা হবে। আপনি প্রস্তুত থাকুন।’
বিএনপির যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে প্রহসনের রায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে পরিচিত। তারা তারেক রহমানকে এতটাই ভয় পায় যে তিনি কখন দেশে ছুটে আসেন- এমন অজানা আতঙ্ক ও ভয়ে থাকে।’
সভায় আরও বক্তব্য দেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন ও মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত বুধবার তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়। একই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের জেল এবং ৩৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন।
এই মামলায় ১৩ এপ্রিল এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।