বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে ছাত্র অধিকারের মিছিলে হামলা, নুরসহ আহত অনেকে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ আগস্ট, ২০২৩ ১৭:২১

ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আসাদ বিন নূরী বলেন, ‘হামলায় নুরুল হক নুরসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। তাদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি রয়েছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের অতর্কিত হামলায় রক্তাক্ত জখম হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুর। হামলায় ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এই হামলার ঘটনা ঘটে।

তবে ছাত্রলীগের পক্ষ থেকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা নুরসহ তার অনুসারীদের মারধর করেছে।

বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা, মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জান-মালের ক্ষতি ও হয়রানি, মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ।

ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আসাদ বিন নূরী বলেন, ‘হামলায় নুরুল হক নুরসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। তাদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি রয়েছেন।’

সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বিকেল সাড়ে ৪টায় শাহবাগ মোড় থেকে নুরুল হক নুর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হন। মিছিলটি রাজু ভাস্কর্যের পাশে এলে বিপরীত দিক থেকে ছাত্রলীগের অনুসারীরা বাইক নিয়ে এসে তাদের পথরোধ করে। পরে তারা বাইক থেকে নেমে নুরের মিছিলের সামনে অবস্থান নেয়।

বাধার মুখে নুরুল হক ও তার অনুসারীরা দাঁড়িয়ে পড়েন। দুপক্ষ নিজ নিজ অবস্থানে থেকে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরকে ধাক্কা দিতে দিতে রাজু ভাস্কর্যের কাছে নিয়ে যান। এরপর সবাই মিলে নুরকে কিল-ঘুষি মারতে থাকেন।

ঘটনাস্থলে উপস্থিত নুরের অনুসারী মাহফুজুর রহমান খান বলেন, ‘আমরা মিছিল নিয়ে টিএসসির ডাস চত্বরের একটু আগে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের পথরোধ করে দাঁড়ায়। এরপর তারা ভুয়া ভুয়া বলে আমাদের ধাক্কাতে ধাক্কাতে পেছনে নিয়ে আসে।

‘রাজু ভাস্কর্যের পাশে আগে থেকে অবস্থান করা ছাত্রলীগের আরও নেতাকর্মী জড়ো হয়ে সবাই লাঠি হাতে নিয়ে নুরতে কিল-ঘুষি মারতে থাকে। তার মাথায় এমনভাবে মারা হয়েছে যে একপর্যায়ে নুরের মাথা আর মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এই হামলার সময় ঘটনাস্থলে ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।’

মাহফুজ বলেন, ‘হামলায় কয়েকজনের জীবন সঙ্কটাপন্ন। আমার একটি পা আগে থেকেই ভাঙা। তারপরও নুরকে বাঁচাতে গেলে আমাকেও ওরা কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমি পাশে পড়ে যাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গণভবনের নির্দেশনায় এই হামলা হয়েছে।’

হামলার বিষয়ে কবি জসিম উদ্‌দীন হল ছাত্রলীগের সহ-সভাপতি তাফসীর মাহমুদ চৌধুরী বলেন, ‘তারা যে অভিযোগ করছে সেটি সত্য নয়। ছাত্রলীগ কখনও মারামারিতে বিশ্বাস করে না।

‘ক্যাম্পাসে লাশ ফেলার পরিকল্পনা করছে ছাত্রদল- এরকম কিছু স্ক্রিনশট গতকাল ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনের ডাক দেয়। এরপর নুর এবং তার সাঙ্গপাঙ্গরা মানববন্ধনের বিপক্ষে অবস্থান নিতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে।’

তবে কবি জসিম উদ্‌দীন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জোবাইরুল ইসলাম বলেন, ‘মুসলমানদের শত্রু ইসরায়েল। আর সেই ইসরায়েলের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নুরের ওপর ক্ষুব্ধ ছিলো। আর সেসব ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী নুরকে সামনে পেয়ে গণধোলাই দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নুরার বাটপারির শাস্তি দিয়েছে।’

হামলার অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন বলেন, ‘নুরুল হক নুরের সঙ্গে ইসরাইলের সম্পর্কের কারণে আমরা শুনেছি সাধারণ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।’

ছাত্রলীগের নেতাকর্মীদেরও হামলায় জড়িত থাকতে দেখা গেছে জানালে তিনি বলেন, ‘ছাত্রলীগের কেউ জড়িত কিনা সেটি আমরা খতিয়ে দেখব।’

খতিয়ে দেখার পর হামলায় সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি অনেক স্পর্শকাতর। তাই তখন আমাদের স্পর্শকাতরতার সঙ্গে মোকাবেলা করতে হবে।’

এ বিভাগের আরো খবর