ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।
মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে ডিবি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ নিউজবাংলাকে বলেন, ‘তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা আছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এদিকে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, মধ্যরাতে তার বাসায় তাণ্ডব চালিয়ে ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এ অভিযান চালানো হয় বলে দাবি করেন নুর। এ সময় ফেসবুক থেকে কয়েকবার লাইভে যান তিনি।
নুর দাবি করেন, অভিযানে পুলিশ তার বাসার সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে।