লালমনিরহাটের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে পিটুনিতে যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হন পাঁচজন।
উপজেলার কালীগঞ্জের পূর্ব দুহুলি এলাকায় মঙ্গলবার টিসিবির পণ্য কেনার সময় এ ঘটনা ঘটে।
নিহত তাইজুদ্দিন পূর্ব দুহুলি এলাকার বাসিন্দা, যিনি দিনমজুর ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির নিউজবাংলাকে জানান, পূর্ব দুহুলি এলাকায় দীর্ঘদিন ধরে করিম মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল রিয়াজুদ্দিনের। রিয়াজের ছোট ভাই তাইজুদ্দিন টিসিবির পণ্য উত্তোলন করতে মঙ্গলবার দুপুরে দুহুলি বাজারে যান। ওই সময় করিম ও তার ছেলে আল আমিন বেধড়ক পেটাতে থাকেন তাইজুদ্দিনকে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রেখে পালিয়ে যান তারা।
তিনি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাইজুদ্দিনকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও পাঁচজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। তাদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইমতিয়াজ কবির জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ কালীগঞ্জে আনা হবে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।