বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু  

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ২ আগস্ট, ২০২৩ ০৯:১২

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সঙ্গে থাকা অপরজন এসে বাড়ির লোকদের খবর দেয়। পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দুজনের মরদেহ উদ্ধার করে।

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলেন পৈশাখি গ্রামে গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ১৪ বছর বয়সী নাবিলা আক্তার মণি ও ৯ বছর বয়সী হাফসা আক্তার মিলি। তারা দুজন নরসিংদী জেলা সদরের একটি স্কুলের ষষ্ঠ ও চতুর্থ শ্রেণিতে পড়তো।

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সঙ্গে থাকা অপরজন এসে বাড়ির লোকদের খবর দেয়। পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দুজনের মরদেহ উদ্ধার করে।

এ বিভাগের আরো খবর