কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন পৈশাখি গ্রামে গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ১৪ বছর বয়সী নাবিলা আক্তার মণি ও ৯ বছর বয়সী হাফসা আক্তার মিলি। তারা দুজন নরসিংদী জেলা সদরের একটি স্কুলের ষষ্ঠ ও চতুর্থ শ্রেণিতে পড়তো।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সঙ্গে থাকা অপরজন এসে বাড়ির লোকদের খবর দেয়। পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দুজনের মরদেহ উদ্ধার করে।