মাদারীপুরের শিবচরে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়া সুমাইয়া আক্তারের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
পরীক্ষার ফলের পর তিনি প্রতিনিধিদের মাধ্যমে সুমাইয়ার বাসায় মিষ্টি পাঠিয়েছেন ও তার কলেজে ভর্তিসহ লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।
সুমাইয়ার লেখাপড়ার দায়িত্ব নেয়ার পাশাপাশি সুমাইয়ার পরিবারের জন্য আশ্রায়ণ প্রকল্পে ঘরের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন নূর-ই-আলম চৌধুরী। একইসঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী পরিবারটিকে সেলাই মেশিন ও মেধা বৃত্তির ঘোষণা দিয়েছেন।
শিবচরের মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামের দরিদ্র ভ্যানচালক মো. হবি মোল্লা ও তাসলিমা বেগমের চার সন্তানের তৃতীয় সুমাইয়া আক্তার।
অদম্য মেধাবী সুমাইয়ার জীবন সংগ্রাম ও কলেজে ভর্তির অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি চিফ হুইপের নজরে আসে। এরপর তিনি অদম্য এ মেধাবীর পাশে দাঁড়ান।
সুমাইয়া আক্তার বলে, ‘আমি সত্যিই অভিভূত। এমন দিন আমার পরিবারে আসবে ভাবতেও পারিনি। চিফ হুইপ স্যার আমার লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। তার ভাই ফোনে কথা বলেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’