চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো পাঁচ বছর বয়সী নূরজাহান ও চার বছর বয়সী নূহা একই ইউনিয়নের পাটওয়ারী বাড়ির কাউছার পাটোয়ারীর মেয়ে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই শিশুর মা নাজমা বেগম বলেন, ‘আমার মেয়েরা আমার কাছে গোসল করার জন্য আসে। আমি বলেছিলাম তোমরা বাড়ির গোসলখানায় গোসল কর। কিন্তু তারা পুকুরে যায় গোসল করতে। মেয়েরা পুকুরে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ির এক মুরুব্বি গোসল করতে গিয়ে পানিতে নামলে পায়ের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগে। তিনি দেখেন আমার দুই মেয়ে পানিতে ডুবে আছে।’
তিনি আরও বলেন, ‘দুজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।’