বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতারণায় টাকা খুইয়ে বিকাশ এজেন্টের আত্মহত্যা

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ১ আগস্ট, ২০২৩ ০০:১১

মরদেহের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ যেখানে লেখা ছিল- ‘আমার এই মৃত্যুর জন্য বিকাশ প্রতারক চক্র দায়ী।’

রাজশাহীর বাগমারা উপজেলার ভটখালী চন্দ্রপাড়া গ্রামে বিকাশ প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার সন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন আলমগীর হোসেন নামের ওই যুবক।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় বাগমারা থানা পুলিশ। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত ২৫ বছর বয়সী আলমগীর উপজেলার ভটখালী চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।

মরদেহের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ যেখানে লেখা ছিল- ‘আমার এই মৃত্যুর জন্য বিকাশ প্রতারক চক্র দায়ী।’

নিহতের স্বজনরা জানান, আলমগীরের বিকাশের দোকান ছিল। শুক্রবার ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুস সালাম বিকাশ অ্যাকাউন্টে আলমগীরের কাছে ৮২ হাজার টাকা পাঠান। এ ছাড়া ব্যবসায়িক সূত্রে তার বিকাশ অ্যাকাউন্টে আরও টাকা ছিল। পরে তিনি নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গিয়ে দেখেন সেখানে কোনো টাকা নেই। এ ঘটনায় আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েন। টাকা খুইয়ে নিঃস্ব হয়ে সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন।

নিহতের ভাই আলতাফ হোসেন বলেন, ‘আমরা এ শোক সহ্য করতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, যে বিকাশ চক্রের প্রতারণার মাধ্যমে আমি ভাইকে হারালাম, সেই প্রতারক চক্র যেন ধরা পড়ে। আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা যেন করা হয়। যাতে আর কোনো জীবন দিতে না হয়।’

এ প্রসঙ্গে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ বাড়ির পাশের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আলমগীরের বিকাশের দোকান ছিল। তিনি কাউকে বিকাশের পিন নম্বর দেয়ার পরই টাকা উধাও হয়ে গেছে বলে জানতে পেরেছি।

‘নিহতের বিকাশ নম্বরসহ মোবাইল ফোন ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ বিভাগের আরো খবর