ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করে সোমবার ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলফাডাঙ্গা উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. বাশারুল বারী এবং ১ নম্বর বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন লস্কর।
জানা গেছে, সোমবার আলফাডাঙ্গা থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বিবরণে জানা যায়, সোমবার ফরিদপুরে বিএনপির জনসমাবেশে যোগ দিতে আগের দিন রোববার রাতে আলফাডাঙ্গায় সরকারবিরোধী একটি মিছিল বের করা হয়। রাত সোয়া ৯টার দিকে মিছিলকারীরা আলফাডাঙ্গা লোকাল বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত পুলিশ চেকপোস্টের কাছাকাছি পৌঁছে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে এবং রাস্তায় টায়ারে আগুন জ্বালায়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড শট গানের গুলি ছোঁড়ে। এসময় ইটের আঘাতে এসআই রবিউল ইসলাম, কনস্টেবল নূর এলাহী, মিল্টন বিশ্বাস ও মহসিন আহত হন।
আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ ইমরান লস্করকে গ্রেপ্তার করেছে। সেসময় লাল টেপ মোড়ানো একটি টিনের কৌটা, পোড়া টায়ার ও ইটের টুকরা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পরে বাশারুলকে গ্রেপ্তার করা হয়।’
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের এ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।