নেত্রকোণায় বাবার চালানো গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। নেত্রকোণা-কেন্দুয়া সড়কের টেঙ্গুরি এলাকায় সোমবার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর সুমন মিয়া ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি এলাকার আব্দুল বারেকের ছেলে।
কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার টিপু সুলতান কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল বারেক ‘রিড কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ি চালক হিসেবে নেত্রকোণা-কেন্দুয়া সড়কে কাজ করছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার টেঙ্গুরি এলাকায় সোমবার ওই গাড়ির সাহায্যে নির্মাণাধীন রাস্তায় পানি দিচ্ছিলেন। ওই সময় তার ছেলে সুমন মিয়া হঠাৎ তার চালানো গাড়িটির নিচে চাপা পড়ে আহত হয়।
স্থানীয়রা সুমনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কেন্দুয়া থানার পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’