বিএনপির সমান্তরালে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দেয়া হচ্ছে দাবি করে দলটিকে ‘অনুকরণ লীগ’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় জনসমাবেশে সোমবার বিকেলে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড ইয়াহিয়া-টিক্কা খানের মতো। কোনো ব্যতিক্রম নেই। অবস্থান কর্মসূচির আগের দিন আমরা সংবাদ সম্মেলন করে বলেছি কোন কোন পয়েন্টে আমরা অবস্থান নেব। তারা প্রস্তুতি নিচ্ছিল ২৯ তারিখের অবস্থান কর্মসূচিকে বানচাল করা যায়। কিন্তু আমাদের বানচাল করতে গিয়ে আওয়ামী লীগই বানচাল হয়ে গেছে।’
তারেক রহমানের বক্তব্য প্রচার না করার শর্ত নিয়ে তিনি বলেন, ‘তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তাই পুলিশের এই চিঠি। আরে, বেকুবের বেকুব? শর্ত দিয়ে কোনো কাজ হবে না। আজকে কুটিরে কুটিরে তারেক রহমানের নাম। সাগর-নদীর প্রতিটি ঢেউয়ে তারেক রহমানের নাম।
‘ঠেকাবেন কীভাবে? ইয়াহিয়া টিক্কা খানের মতো আওয়ামী লীগ এখন শান্তি কমিটি করেছে। তাদের এই শান্তি সমাবেশ বিএনপি যেদিন দেয় সেদিনই। তারা এখন অনুকরণ লীগ। কারণ তারা দেউলিয়া হয়ে গেছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা, আপনার শান্তি সমাবেশ মানে বাতাসে রক্তের গন্ধ। এই শান্তি সমাবেশকে প্রতিহত করতে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় প্রস্ততি নিতে হবে। এই শেখ হাসিনার অনিবার্য পতনের দিনক্ষণ নির্ধারণ করা দরকার। এই পতনের সমাবেশে জনতার ঢল কাকে দিয়ে আটকাবেন! পুলিশ ছাত্রলীগ যুবলীগ দিয়ে? অথচ এরাই প্রথমে পালাবে। ওবায়দুল কাদের প্রথমে পালাবেন।’
সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূইয়া বলেন, ‘নতুন করে নাটক মঞ্চস্থ করে বিএনপির নেতা-কর্মীদের মনে চিড় ধরাতে পারবে না। হাসিনার সকল নাটক রুখে দেয়া তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন ঐক্যবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ভালোই ভালোই বিদায় হোন। যদি বিদায় না হোন তাহলে আমরা জানি কীভাবে আপনাকে বিদায় করতে হতে হবে।’
তিনি বলেন, ‘তারেক রহমানের বক্তব্যে নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজ হবে না। এই তারেক রহমাসের নেতৃত্বে লক্ষ লক্ষ লোক ঢাকায় আসছে। তার নেতৃত্বেই হাসিনার পতন হবে, ইনশাআল্লাহ।’
রাজধানীর প্রবেশপথগুলোতে শনিবার অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করে তার প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আবদুস সালাম সভাপতিত্ব করেন।