বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে জয়ী নৌকার বাচ্চু, ভোট পড়েছে ১১%

  • প্রতিবেদক, চট্রগ্রাম   
  • ৩০ জুলাই, ২০২৩ ২১:১০

নৌকা প্রতীকের বাচ্চু মোট ৫২ হাজার ৯২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

নৌকা প্রতীকের বাচ্চু মোট ৫২ হাজার ৯২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

রোববার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট হয়। পরে রাত সাড়ে আটটার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে মোট ভোটগ্রহণ হয়েছে ১১ দশমিক ৭০ শতাংশ।

উপনির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ১ হাজার ৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশীদ মিয়া (ছড়ি প্রতীক) পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট প্রতীক) পেয়েছেন ৩৬৯ ভোট।

চট্টগ্রাম মহানগরীর আটটি ওয়ার্ড নিয়ে গঠিত আসনটিতে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন পুরুষ। রোববারের উপনির্বাচনে মোট ভোট গ্রহণ হয়েছে ৫৭ হাজার ১৫৩টি যা মোট ভেটারের ১১ দশমিক ৭০ শতাংশ।

সকালে ভোট শুরুর পর প্রথমে কয়েকটি কেন্দ্রে মোটামুটি ভোটার উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারশূন্য হয়ে পড়ে কেন্দ্রগুলো। নগরীর বাদুরতলা এলাকার কেন্দ্রগুলোতেও কম ছিল ভোটার সংখ্যা, তাই ওই এলাকার ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় মসজিদের মাইকে দুই দফা মাইকিংও করা হয়।

এদিন সকাল সাড়ে ১০টা ও বেলা ১২টার দিকে ওই এলাকার জঙ্গি শাহ মাজার মসজিদের মাইক থেকে ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অহ্বান জানানো হয়। মাইকে বলা হয়, এলাকার সর্বস্তরের জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনারা এখনো যারা ভোট দেননি, আপনারা তাড়াতাড়ি কেন্দ্রে গিয়ে নিজ নিজ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এদিকে, ভোটগ্রহণকালীন সময়ে মারধরের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী। তার অভিযোগ ১০টি কেন্দ্রে এজেন্ট দিলেও তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। তা ছাড়া নগরীর প্রাণহরি বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে বেঁচে ফিরলেও ডা. ফজলুল হাজারা ডিগ্রি কলেজ কেন্দ্রে ফের তার ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়।

তবে এসব ঘটনা অস্বীকার করেছে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব দেন। পুলিশ, আনসার সদস্য, র‌্যাবের ৪টি টিম ও ৪ প্লাটুন বিজিবি ছিল মোতায়েন। এর মধ্যে পুলিশ ও আনসার সদস্য মিলে প্রতি কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭ থেকে ১৮ জন দায়িত্ব পালন করেন। এ ছাড়া পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে ৮ ওয়ার্ডে ৮টি মোবাইল ফোর্স ও ৪টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল।

গত ২ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই আসনের সংসদ সদস্য আফছারুল আমীন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ বিভাগের আরো খবর