রাজনৈতিক দল হিসেবে ‘জাতীয় জনতা পার্টিকে’ নিবন্ধন না দেয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইন বহির্ভূত নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রুলে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ইসি, ইসির সচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর আকন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুজিবুল হক।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।
রিটকারীর আইনজীবী মো. হুমায়ূন কবীর জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় আবেদন নামঞ্জুর করে ইসি।
নামঞ্জুর সংক্রান্ত নির্বাচন কমিশনের ১০ এপ্রিলের এ-সংক্রান্ত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সংগঠনটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ২০ জুলাই হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে।