ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল নীতিতে আওয়ামী লীগ বাংলাদেশে বিভাজন সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রোববার দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে এখানে বৈষম্যের বিভাজন শুরু করেছিল। একইভাবে আওয়ামী লীগ দেশে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষের নামে বিভাজন সৃষ্টি করছে।
‘দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে কিছু নেই। সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। আর স্বাধীনতার সময়ে যারা বিপক্ষে ছিল তারা হয় মরে গেছে, নয়তো একেবারে বৃদ্ধ। এভাবে পক্ষ-বিপক্ষের নামে একটি গোষ্ঠী ধরে আওয়ামী লীগ দেশে বিভাজন করছে।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন আপনারা। ২০০৭-০৮ এর নির্বাচনে আমরা এগিয়ে এসে আপনাদের সহযোগিতা করেছিলাম। আর আপনারা ক্ষমতায় এসে আমাদের কোণঠাসা করার চেষ্টা করলেন। প্রচার করলেন যে জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। জাতীয় পার্টি বিভক্ত হয়নি, আমরা একটাই দল আছি।’
আগামী নির্বাচনের জন্য নেতা-কর্মীদের সুসংগঠিত হওয়ার পরামর্শ দেন জাপা চেয়ারম্যান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাপার মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তারা বলেন, বর্তমানে দেশে দুটি বড় দলের সংঘাত হচ্ছে। এই সংঘাত দেশের মানুষের মুক্তির জন্য নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নয়। এই সংঘাত কে ক্ষমতায় আসবে তা নিয়ে। ক্ষমতায় গিয়ে তারা দেশে লুটপাট করবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন চেয়ারম্যানের উপদেষ্টা, বগুড়া জেলা জাপার আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমর।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ডভোকেট মো. নুরুল ইসলাম তালুকদার এমপি প্রমুখ।
সম্মেলন শেষে জেলার নেতা-কর্মীদের কাছে নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত তালিকা যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।