শুধু নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে ফেনী পৌরসভা।
এ উপলক্ষে রোববার বেলা ১১টার দিকে পৌরসভা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
পৌরসভা জানায়, শুধুমাত্র নারীদের জন্য চালু হওয়া ৩টি বাস প্রাথমিকভাবে ফেনী শহরের মহিপাল থেকে কলেজ রোড, লালপোল থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত যাত্রী পরিবহন করবে। বাসের চালক পুরুষ হলেও সুপারভাইজার থাকছে নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার এ উদ্যোগের প্রশংসা করে নিজাম হাজারী বলেন, ‘দেশে প্রথমবারের মতো পৌরসভা পর্যায়ে নারী বাস সার্ভিস চালু হয়েছে। এর ফলে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যেভাবে বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করছে, নারী ক্ষমতায়নে কাজ করছেন সেটি মাথায় রেখেই এ উদ্যোগ।’
বিশেষ অতিথি বক্তব্যে ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘ফেনীতে এসে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ফেনী পৌর মেয়র নাগরিকদের সেবায় সবসময় নতুন নতুন সেবা চালু করছেন। তারই ধারাবাহিকতায় এটিও একটি মাইলফলক।‘
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘এ সেবা চালু হওয়ায় নারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। এতে করে সম্মান ও পর্দার মধ্য থেকে গাড়িতে চলাফেরা করতে পারবেন নারীরা। যাতায়াতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য ভাড়া নির্ধারণ করে বাসে ভাড়ার তালিকা দেয়া হয়েছে।‘
পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের পরিচালনায় পৌর নারী বাস সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ কামরুন নাহার। এ সময় পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।