নীলফামারী ‘প্রবীণ হিতৈষী সংঘ’-এ এখন থেকে প্রতি শনিবার প্রবীণদের চিকিৎসা সেবা দেয়া হবে বিনামূল্যে। এতে চিকিৎসা সেবা দেবেন সরকারি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক।
রোববার দুপুরে সৈয়দপুর সড়কে অবস্থিত প্রবীণ হিতৈষী সংঘ কার্যালয়ে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বক্তব্য দেন।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রবীণদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল বিনামূল্যে। নীলফামারী জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফজলুল হক তানসেন চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। চিকিৎসাপত্র নেয়া রোগীদের বিনামুল্যে ওষুধপত্র দেয়া হতো।
সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান বলেন, সরকারি দুজন চিকিৎসক এই কেন্দ্রে রোগী দেখবেন। এক শনিবার একজন আরেক শনিবার আরেকজন চিকিৎসক রোগী দেখবেন। প্রতি শনিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে এখানে।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, ২০০২সাল থেকে প্রবীণ হিতৈষী সংঘ কার্যক্রম শুরু করে জেলা শহরে। এখানকার সদস্যদের চিকিৎসা সেবা প্রদানে কেন্দ্র খোলার উদ্যোগ নেয়া হয়েছিল ২০১৫সালে, যা অব্যাহত ছিল ২০২৩ সালের জুলাই পর্যন্ত।
তিনি বলেন, এখন থেকে সরকারি দুজন চিকিৎসা সেবা দেবেন প্রবীণদের। আমরা সংগঠন থেকে ওষুধপত্র দেব রোগীদের।