সরকারি রাজস্বের ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে রোববার এ মামলা করেন।
আসামি কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার। তিনি রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লার বাসিন্দা।
৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা রাজস্ব আদায় করে তিনি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে।
রাজস্বের বিপুল অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানে শনাক্ত হলে নাজিরকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে পদায়ন করা হয়। বর্তমানে কাজেম আলী অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) আছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআরের মাধ্যমে আদায়কৃত রাজস্বের অর্থ ট্রেজারি চালান টেম্পারিং এবং টাকার অঙ্ক বিকৃত করে মোট আদায় থেকে ৭০ লাখ টাকা উধাও করেন। এ ছাড়াও সরকারি চালান জালের মাধ্যমে সরকারি রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাৎ করেন।
কাজেম আলী ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ভূমি অফিসের নাজিম কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআর (সরকারি রাজস্ব খাত) বাবদ ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করেন। এই টাকার মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা তিনি আত্মসাৎ করেন।
বিষয়টি প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় নজরে আসে। প্রাথমিক অভিযোগের পর দুদকের অনুসন্ধানে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়। দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে রোববার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে কাজেম আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করা হয়েছে।