তফসিলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘তফসিল আমি তিন মাস আগে দিতে পারি, চার মাস আগে দিতে পারি। নির্বাচনের ব্যাপারে আইন আছে, কখন করতে হবে। তফসিল কবে দিতে হবে, এই বিষয়ে কিন্তু আইনে বলা নেই।’
সংসদ নির্বাচনের তফসিল নিয়ে কমিশনে আলোচনা হয়নি উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘তফসিল নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। ৯০ দিনের সঙ্গে মিলিয়ে সেপ্টেম্বরে তফসিলের কথা বলেছিলাম। পরে হিসাব মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে তা হওয়ার নয়।’
গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সেপ্টেম্বরে দ্বাদশ ভোটের তফসিলের কথা জানান সিইসি। পরে অবশ্য তিনি সাংবাদিকদের জানান, অক্টোবরের আগে তফসিল দেয়া সম্ভব নয়।
ভোট কবে নাগাদ হতে পারে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে উল্লেখ আছে যে, ডিসেম্বরের লাস্ট সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।
‘তফসিল আজকে করলাম না কালকে করলাম, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা কবে হচ্ছে।’
তফসিলের বিষয়ে সিইসি বলেন, ‘আমার অনুমানে আমি বলেছি অক্টোবরের শেষের দিকে তফসিল হতে পারে। অক্টোবরের শেষের দিকে হতে পারে, নভেম্বরের প্রথম দিকেও হতে পারে।
‘এটি গুরুত্বপূর্ণ কিছু না। তফসিল নিয়ে কিন্তু কোনো আইন নেই, কত দিন আগে তফসিল দিতে হবে। নরমালি ৫০ দিন, ৬০ দিন আগে তফসিল দেয়া হয়।’