রাজধানীর শান্তিনগরে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে খালেদ শেখ নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে আবেদ হোল্ডিং নামের ভবনের আন্ডারগ্রাউন্ডে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
খালেদ ফরিদপুরের মধুখালী উপজেলার সামাদ শেখের ছেলে। তিনি রামপুরা হাই স্কুল রোডে টাঙ্গাইল গলি এলাকায় থাকতেন। খালেদ কাজ করতেন এক আইনজীবীর সহকারী হিসেবে।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদকে মৃত বলে জানান।
খালেদের মামার বন্ধু মো. সজিব জানান, আবেদ হোল্ডিং নামের ভবনের আন্ডারগ্রাউন্ডে খালেদের এক বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে রাখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা। খবর পেয়ে ভবনের আন্ডারগ্রাউন্ডে যান খালেদ ও তার বন্ধু। সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মী ও ভবনে থাকা অন্য লোকজনদের সঙ্গে খালেদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ভবনে থাকা নিরাপত্তাকর্মীসহ ১৫ থেকে ২০ জন একযোগে খালেদকে পেটাতে থাকেন। এতে অচেতন হয়ে পড়া যুবকের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খালেদ নামে এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে অবহিত করা হয়েছে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া নিউজবাংলাকে জানান, খালেদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় লাঠির আঘাত লাগে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবার থানায় এসেছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।