বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদারীপুরে কৃষককে গলা কেটে হত্যা, ছোট ভাই পলাতক

  • প্রতিনিধি, মাদারীপুর    
  • ৩০ জুলাই, ২০২৩ ০৯:৫৩

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান জানান, যেকোনো প‌রি‌স্থি‌তি মোকাবিলায় ওই এলাকায় পু‌লিশ মোতায়েন রয়েছে।

মাদারীপুরের কালকিনিতে কবির হাওলাদার নামের এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই এইচ এম সবুর শনিবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

কবির হাওলাদার কালকিনি পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কবির হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই মাদারীপুর আদালতের মোহরি এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে ফের উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে এইচ এম সবুর তার দলের কয়েকজন লোককে সঙ্গে নিয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন এবং গলা কেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, ‘সবুর পেশায় একজন কোর্টের মোহরি। তিনি তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

ঘটনার পর থেকে এইচ এম সবুর পলাতক রয়েছেন। তাকে পাওয়া যায়‌নি।

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান জানান, যেকোনো প‌রি‌স্থি‌তি মোকাবিলায় ওই এলাকায় পু‌লিশ মোতায়েন রয়েছে।

এ বিভাগের আরো খবর