কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াসিন বিএনপি নেতা আবুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
রাজধানীর নয়াপল্টনে শুক্রবার আয়োজিত মহাসমাবেশে যোগ দেয়ার পর কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াসিন বিএনপি নেতা আবুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।