বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সায়েদাবাদে ম্যানহোলে নেমে অসুস্থ হয়ে দুই দিনমজুরের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ জুলাই, ২০২৩ ১৬:২৬

ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, সায়েদাবাদ ওয়াসা রোডের মাদ্রাসা গলিতে ম্যানহোলের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ম্যানহোলের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যৃ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানীর সায়েদাবাদ এলাকায় ম্যানহোলে আবর্জনা পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।

সায়েদাবাদের ওয়াসা রোডের মাদ্রাসা গলিতে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলেন সাইফুল ও আল আমিন। দুজনই সায়েদাবাদ এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে সায়েদাবাদ ওয়াসা রোডের মাদ্রাসা গলিতে ম্যানহোলের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ম্যানহোলের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াসার আবর্জনা পরিষ্কারের কাজের জন্য চুক্তিতে সুইপার নিয়োগ করেন ঠিকাদার কাইয়ুম। দৈনিক মজুরির ভিত্তিতে সুইপার দিয়ে কাজ করান তিনি।

কাইয়ুম জানান, শনিবার সকালে ছয়জন সুইপার নিয়ে সায়েদাবাদ এলাকায় কাজে যান তিনি। প্রথমে ম্যানহোলের ঢাকনাটি আড়াই ঘণ্টা খুলে রাখেন, যাতে বিষাক্ত গ্যাস বেরিয়ে যায়।

তিনি জানান, সাইফুল প্রথমে ম্যানহোলের ভেতরে নামেন। সেখানে নেমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সেখান থেকে তুলে নিয়ে আসার জন্য নাকে-মুখে গামছা বেঁধে আল আমিন নামের আরেকজন নামেন। নামার পর তিনিও অসুস্থ হয়ে যান।

ঘটনার ভয়াবহতা টের পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন বলে জানান কাইয়ুম।

প্রাণ হারানো আল আমিনের ছোট ভাই মোবারক হোসেন জানান, সকাল আটটার দিকে আল আমিন বাসা থেকে বের হয়ে কাজে যান। এরপর দুপুরের দিকে তার মৃত্যুর খবর পায় পরিবার।

এ বিভাগের আরো খবর