চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেল সাড়ে ৪টায় সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথ সভা হবে। এতে দায়িত্বশীল কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
শনিবার ঢাকার বিভিন্ন প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবলীগ পালটা কর্মসূচি দিয়ে প্রবেশপথগুলোতে অবস্থান নেয়।
সকাল থেকেই প্রবেশমুখে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে যায়। রাজধানীর দুটি স্থান থেকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে আটক করে পুলিশ।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিংয়ের মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
ধারণা করা হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউয়ের বৈঠক শেষে আওয়ামী লীগের কর্মসূচি ও করণীয় তুলে ধরবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।