ঢাকার প্রবেশপথে বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির দিন শনিবার রাজধানীর শ্যামলীতে কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা পুলিশের পরিদর্শক নূরে আযম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা ভাঙচুরের শিকার যানবাহনগুলো পাই নাই। শুধু রাস্তার বিভিন্ন পয়েন্টে গ্লাস ভাঙা দেখেছি। ভাঙার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছি।’
তেজগাঁও জোনের সহকারী উপকমিশনার (এডিসি) রুবাইয়াত ফেরদৌস জানান, দুপুর সোয়া একটার দিকে শ্যামলী এলাকায় একটা মিছিল নিয়ে আসে লোকজন। তারা এসেছিলেন গাবতলী এলাকা থেকে। মিছিলকারীরা
পুলিশের একাধিক গাড়ি ও একাধিক বাস ভাঙচুর করেছে।
তিনি বলেন, ‘কয়েকটি মাত্র গাড়িতে তারা আগুন দেয়ার চেষ্টাও করেছিল, তবে পুলিশের তৎপরতার কারণে পারেনি। মিছিলকারীদের সবার হাতেই লাঠিসোঁটা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা।’