বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তরা থমথমে: আওয়ামী লীগ বিএনপি পুলিশের ত্রিমুখী অবস্থান

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৯ জুলাই, ২০২৩ ১৩:২৭

উত্তরার বিএনএস সেন্টারের সামনে বেলা সাড়ে ১১টার দিকে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনএস সেন্টারের পূর্ব পাশে রাস্তায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। ওই সময় বিএনপি নেতা-কর্মীরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি।

আওয়ামী লীগের দুই সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে পরিবেশ বিরাজ করছে উত্তরার বিএনএস সেন্টারের সামনের এলাকায়।

আজমপুর থেকে হাউজ বিল্ডিং সড়কে শনিবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল রয়েছে স্বাভাবিক।

উত্তরার বিএনএস সেন্টারের সামনে বেলা সাড়ে ১১টার দিকে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে বিএনএস সেন্টারের পূর্ব পাশে রাস্তায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা।

ওই সময় বিএনপি নেতা-কর্মীরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে শুরু হয় ধাক্কাধাক্কি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গের পর বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেয় পুলিশ। হাউজ বিল্ডিং মোড়ে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।

অন্যদিকে আজমপুর মোড় থেকে একটি মিছিল নিয়ে বিএনএস সেন্টারের দিকে আসেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। তারা ধাওয়া দেন বিএনপি নেতা-কর্মীদের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল উত্তরা এলাকায়।

এ বিভাগের আরো খবর