রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ধোলাইখাল এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হেফাজতে নেয়ার কথা জানায় পুলিশ।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতাকে পুলিশ সদস্যরা ধরে নেয়ার সময় তার কানের পাশ থেকে রক্ত ঝরতে দেখা যায়।
সংঘর্ষে আহত এসআই নাহিদুল ইসলাম বলেন, ‘গলির ভেতর থেকে ৩০ থেকে ৪০ জন এসে আমাকে আঘাত করে। আমার মাথা ফেটে গেছে।’
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘এখানে সমাবেশ করার জন্য কাউকে অনুমতি দেয়া হয় নাই। মহানগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সকাল থেকে তৎপর আছি। তারা বিভিন্ন গলিতে এসে জড়ো হয়ে তৎপরতা শুরু করে।
‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তারা চড়াও হয়। একপর্যায়ে আমরা আমাদের আত্মরক্ষা শুরু করি। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। একজনের মাথা ফেটেছে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।’
গয়েশ্বরকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আমরা তাকে হেফাজতে নিয়েছি।’
এদিকে বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর ধোলাইখাল এলাকায় সড়কের দখল নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা সড়কে মিছিল করতে থাকেন। পরে পুলিশ সরিয়ে দিলে মিছিল করতে করতে চলে যান তারা।