রাজধানীর উত্তরায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যেতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির অংশ হিসেবে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শনিবার বেলা ১১টার দিকে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। ওই সময় পুলিশ তাদের বাধা দেয়।
বিএনপি নেতা-কর্মীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।
ঘটনাস্থল থেকে মো. আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
উত্তরা জোনের (ট্রাফিক) সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘বিএনপি এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদের এখানে অবস্থানের জন্য অনুমতি দেয়া হবে না। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’