আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ বলেন, ‘শান্তির জন্য আমরা সালহেপুর থেকে মিছিল নিয়ে আমিনবাজারে অবস্থান করছি। বিএনপির কোনো নৈরাজ্য আমরা মেনে নেব না।’
রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে ছোট দলে ভাগ হয়ে মিছিল করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ। তারা বলছে, সতর্ক পাহারার অংশ হিসেবে এ মিছিল করা হয়।
পরে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীমুখী লেন দিয়ে শনিবার সকাল ১০টার দিকে গাবতলীর দিকে যান দলটির নেতা-কর্মীরা।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনের নেতৃত্বে দুটি মিছিল গাবতলীর দিকে যায়।
এ সময় বিএনপি ও জামায়াতবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ বলেন, ‘শান্তির জন্য আমরা সালহেপুর থেকে মিছিল নিয়ে আমিনবাজারে অবস্থান করছি। বিএনপির কোনো নৈরাজ্য আমরা মেনে নেব না।’