বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এত কর্মীর মধ্যে এক হাজার গ্রেপ্তার, সমুদ্র থেকে কাপে পানি ওঠানোর মতো: আব্বাস

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৮ জুলাই, ২০২৩ ১৮:২১

সরকারকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘এক হাজার মানুষকে গ্রেপ্তার করে কী লাভ হলো। একটা সমুদ্র থেকে আপনারা এক কাপ পানি উঠিয়ে নিলেন, তাতে কী দাঁড়ালো?’

ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনা সমাবেশে কার্যত তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর নয়াপল্টনে এক দফা দাবিতে ডাকা বিএনপির মহাসমাবেশে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা শহরে একটা আনন্দের, উচ্ছ্বাসের জোয়ার বইছে। এই মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে লোকের সমাগম ঘটেছে। তারা বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে।

‘কেউ কেউ ফুটপাতে থেকেছে, কেউ আত্মীয় বাড়িতে থেকেছে। যাদের আত্মীয় বাড়ি নাই তারা হোটেলে উঠেছে। এই নিরপরাধ মানুষকে কাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এক হাজার মানুষকে গ্রেপ্তার করে কী লাভ হলো। এটা সরকারের ভীতি, জনগণ-ভীতি। একটা সমুদ্র থেকে আপনারা এক কাপ পানি উঠিয়ে নিলেন, তাতে কী দাঁড়ালো?’

বিএনপির এই নেতা বলেন, ‘পাখিরও থাকার জায়গা রয়েছে, একটা পোকামাকড়ের থাকার জায়গা রয়েছে। আমার এতগুলো ভাই, বিভিন্ন জেলা থেকে এসেছে। তারা থাকবে কোথায়?’

মির্জা আব্বাস বলেন, ‘আজকে জনগণের মহাসমাবেশকে আটকে রাখতে পারেনি তারা। প্রয়োজনে আরও সমাবেশ হবে। আটকে রাখতে পারবে না।’

এ বিভাগের আরো খবর