অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু হয়েছে।
রাজধানীর মৎস্য ভবনের সামনে শুক্রবার বেলা তিনটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিকেল চারটা থেকে শুরু হয় তাদের সমাবেশ।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হকের বক্তব্যের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের অনুষ্ঠান শুরু হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশ কখনও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেনি। আজকে ইতিহাসের মাইলফলক। আজকে আমরা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর শপথ করছি। এর আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
‘ওবায়দুল কাদের খেলার কথা বলেন, আজ থেকে খেলা শুরু হয়ে গেছে। মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে।’
তিনি আরও বলেন, ‘সকলের একটাই দাবি, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে। তাই আজ ২৮ জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে শেখ হাসিনার শেষের শুরু। স্বৈরাচার হাসিনাকে গলায় গামছা পরে গদি থেকে না নামানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
এসময় উপস্থিত সকলে ‘সারা বাংলায় একই ঝড়, শেখ হাসিনা ভোট চোর’, ‘এই মুহুর্তে দরকার, রাষ্ট্রের সংস্কার’ ইত্যাদি স্লোাগান দেন।
এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাস ভাড়া করে বিরিয়ানি দিয়ে লোক আনা লাগে। তারপরও তাদের সমাবেশের স্থান খালি থাকে। কোনো সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই।’
সমাবেশের মঞ্চে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাষানি মঞ্চের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জোনায়েদ সাকি, আসম আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত আছেন।