নয়াপল্টনে মহাসমাবেশে হাবিব উন নবী খান সোহেল বলেন, 'এই সরকারকে জনগণ চায় না। জেলখানা ছাড়া শেখ হাসিনার অস্তিত্ব আর কোথাও দেখতে চায় না জনগণ। এবার ইয়াহিয়া খানের প্রেতাত্মা শেখ হাসিনাকে ধরবে।'
'বর্তমান আওয়ামী লীগ সরকার চাকরি ক্ষেত্রকে ডায়গনস্টিক সেন্টার বানিয়েছে। সেখানে রক্ত পরীক্ষা করা হয়। তাদের মধ্যে আওয়ামী রক্ত থাকলে চাকরি হয়।'
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চে এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, '১০ টাকা কজি দরে চাল খাওয়ানোর বলে কত টাকা করে খাওয়াচ্ছেন। ঘরে ঘরে চাকরি দেবেন বলেছেন।
'এই সরকারকে জনগণ চায় না। জেলখানা ছাড়া শেখ হাসিনার অস্তিত্ব আর কোথাও দেখতে চায় না জনগণ। এবার ইয়াহিয়া খানের প্রেতাত্মা শেখ হাসিনাকে ধরবে।'