সুলতান সালাউদ্দিন বলেন, ‘সরকার বেইমান সরকার। ভোট চোরেরা কি ক্ষমতায় থাকতে পারে? আমরা শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।’
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না বলে হুমকি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
রাজধানীর নয়াপল্টনে শুক্রবার বেলা তিনটার দিকে বিএনপির সমাবেশে তিনি এ হুমকি দেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বৃষ্টি আল্লাহর রহমত। আল্লাহর রহমতে এই সরকার বিদায় নিবে। ঘরে ঘরে চাকরি না দিয়ে ঘরে ঘরে বেকারত্ব বাড়িয়ে দিয়েছে সরকার।
‘সরকার বেইমান সরকার। ভোট চোরেরা কি ক্ষমতায় থাকতে পারে? আমরা শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজপথ ছাড়বো না, ঝড় বৃষ্টিতে আমরা নিজেদের বুক চিড়ে আন্দোলন করবো। ঘরে ফিরে যাবো না।’